প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১৯:২০
শাকিব খানের কাছে নিত্য-নতুন চমক চান ভক্তরা। তাই তার নতুন যেকোনো লুকে হৈচৈ পড়ে যায়। এবার নায়ক নিজেই বললেন, চমক আসছে। সঙ্গে শেয়ার করলেন একদম তরতাজা ছবি।
বুধবার দুপুরে শাকিব খান ফেইসবুক পেজে ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘এটা একটা নমুনা মাত্র। আরও চমক আসছে।’
অবশ্য নতুন কোনো সিনেমার কথা ভাবলে হয়তো আপাতত ভুলই হবে। কারণ ছবির সঙ্গে যোগ করা তথ্যে জানা যায়, শাকিব এ মুহূর্তে সম্প্রতি শুট করা খাবার স্যালাইনের নতুন বিজ্ঞাপনের কথাই বলছেন। যা পরিচালনা করেছেন পিপলু আর খান।
শাকিব খানকে শেষবার দেখা যায় অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’তে। বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এ ছবিতে শাকিব অভিনয় করেন আইনজীবী চরিত্রে।