

তারপর বলো,
কতটা ছিল তোমার মনের আবিলাষ
আমায় ছুঁয়ে দেখার!
কতটি গোলাপ জমিয়েছ ঘরে

আমার ভালোবাসার?
নাকি ছুঁড়ে ফেলেছ পথের পরে?
হৃদয় নিংড়ে ফুটিয়ে তোলা
একেকটি গোলাপ, আমার উপহার।

যদি করে থাকো তাই,
তবে জেনো, নেই অভিযোগ।
আমি কুড়িয়ে নেব গোলাপ গুচ্ছ।
মনের বাগানে, শুষ্ক মরুভুমে,

সযত্নে তুলে রাখব।
একি সুবাস গোলাপের গায়ে,
ছুঁয়েছিলে বুঝি ওষ্ঠদ্বয়ে?
রেখে দিয়েছি মনের বাগানে,

চিরকাল দেখে রাখব।
একটি পলক তোমায় দেখতে
কতইনা হা-হুতাশ।
তোমার ওষ্ঠে হাসি দেখা,

আমার আজন্মের অভিলাষ।
শিক্ষার্থী
বাংলা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


