প্রকাশ: ৩১ মে ২০২০, ৮:৪
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের এক শিক্ষক। তিনি শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোড আবাসিক এলাকার একটি কোয়ার্টারে থাকেন। তার করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার ( ৩০ মে) ওই আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর গোলাম রব্বানী বলেন, করোনায় আক্রান্ত হওয়া আমাদের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সেই সহকর্মী পরিবারসহ উত্তর ফুলার রোড আবাসিক এলাকায় নিজের কোয়ার্টারেই রয়েছেন। আগামী ১৪ দিন তিনি পরিবারসহ আইসোলেশনে থাকবেন। এ সময় লকডাউন থাকবে ওই আবাসিক এলাকা।