ইবিতে করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৬ই মার্চ ২০২০ ০৩:১২ অপরাহ্ন
ইবিতে করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ

"আতঙ্ক নয়, আসুন সচেতন হই" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দৈনিক অধিকার বন্ধুমঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে উপাচার্য অফিস, বিভিন্ন অনুষদ ভবনে, ডায়না চত্বর, আমবাগান, ঝালমুড়ি চত্বর'সহ বিভিন্ন জায়গায় সচেতনাতামূলক এ লিফলেট বিতরণ কর্মসূচী করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন বন্ধুমঞ্চ ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান কবীর, সাধারণ সম্পাদক নূরানী নাহরিন মিম, সহ-সভাপতি মুরতুজা হাসান, প্রিতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, অর্থ সম্পাদক তাসনিমুল হাসান, সহ-প্রচার সম্পাদক সোহানুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারিয়া জামান এশা, পাঠচক্র বিষয়ক সম্পাদক নুসরাত তন্দ্রা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান'সহ অন্যান্য সদস্যরা।

ইবি 'বন্ধুমঞ্চে'র সভাপতি মাহমুদুল হাসান কবীর বলেন, "করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি রুপ নিয়েছে যা ১৫০ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিদেশ ফেরত অনেক বাংলাদেশীকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এমতাবস্থায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতায় আতঙ্কিত না হয়ে ক্যাম্পাসে 'বন্ধুমঞ্চ' প্রচার পত্র বিতরণ করেছে। এ ভাইরাসে আতঙ্কিত না হয়ে আমাদের সচেতনতাই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।"

ইনিউজ ৭১/টি.টি. রাকিব