ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাদেমুল হারামাইন শরিফাইন (২২) টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত খাদেমুল হারামাইন শরিফাইনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দাসরদিঘীর পাড় গ্রামে। তার পিতার নাম শাহজাহান খান। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পরিবারিক সূত্রে জানান, গত ২৫ শে মার্চ শরিফাইন শরীরে অসুস্থতা অনুভব করলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় তার পাকস্থলীতে টিউমার ধরা পড়েছে এ রির্পোট প্রকাশের পর ২৬ তারিখে তার অপারেশন করানো হয়। অপারেশনের পর অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রবিবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের পিপলস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় পরিবার, এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ে তার বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা শরিফাইনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।