প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০:১৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ২৭ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী আবেদনের বিপরীতে ২৪ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 'বি' ইউনিটে শর্ত শিথিল করেও উত্তীর্ণ ২ হাজার ৮১৫ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১৬ টি বিভাগে ভর্তি হতে পারবেন মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারীর নিকট ফল হস্তান্তর করেন ‘বি’ ইউনিট সমন্বয়কারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
'বি' ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, এ বছর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ম শিফটে ১১০২ জন, ২য় শিফটে ৬৯৫ জন, ৩য় শিফটে ৪৩৩ জন ও ৪র্থ শিফটে ৫৮৫ জন পরীক্ষার্থী শর্ত শিথিল করে উত্তীর্ণ হয়েছে।
'বি' ইউনিটের ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন।
ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) অথবা admission.iu.ac.bd এই ঠিকানায় পাওয়া যাবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব