রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পপুলেশন এন্ড সাসটেন্যাবল ডেভলভমেন্ট: ইস্যু এন্ড চ্যালেঞ্জ ইন বাংলাদেশ (এনসিপিএসডি) শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ড. এম আব্দুস সোবহান।
পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সভাপতি এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা বৃত্ত তরকেলসন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মো আশরাফুল ইসলাম খান। অনুষ্ঠানটি স ালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আবেদীন। সম্মেলনে পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সামাদ আবেদীন কি-নোট স্পিচ প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।