
প্রকাশ: ৯ জুলাই ২০১৯, ৩:১০

সেফাত উল্লাহ ওরফে সেফুদা, পুরো নাম সিফাত উল্লাহ মজুমদার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি বিতর্কিত নাম। ফেসবুকে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে দীর্ঘ দিন ধরেই সমালোচিত অস্ট্রিয়া প্রবাসী এই বাংলাদেশি। এবার সেই বিতর্কিত সেফুদার নাম ব্যবহার করা হয়েছে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্রে। রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রে ব্যবহার করা হয়েছে তার নাম। যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। সৃজনশীল ধাঁচে করা ওই প্রশ্নের উদ্দীপক অংশে সেফুদার নাম ব্যবহার করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব