একাদশ শ্রেণি কিংবা কারিগরি প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে যেসব শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি বা আবেদন করেও চান্স পায়নি তাদের ফের সুযোগ দেয়া হচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় আসন শূন্য থাকা সাপেক্ষে তারা ভর্তির আবেদন করতে পারবে। আগামী ১৬ জুলাই পর্যন্ত সরাসরি আবেদন করা যাবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এ সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন গ্রহণের পর আবেদনকারীদের তালিকা মেধা অনুযায়ী ১৮ জুলাই প্রকাশ করতে হবে। ২০-২৭ জুলাইয়ের মধ্যে তাদের ভর্তি করতে হবে।
জানা গেছে, ১০-১৬ জুলাই ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দিবে। আবেদন বিবেচনা করে ১৮ জুলাই শূন্য আসনের ভিত্তিতে ভর্তিযোগ্যদের মেধাভিত্তিক তলিকা প্রকাশ করবে। ২০-২৭ জুলাই শূন্য আসনে ভর্তি গ্রহণ করবে। আর ৩০ জুলাইয়ের মধ্যে কলেজগুলো বোর্ডে ভর্তিকৃত শিক্ষার্থীর তালিকা জমা দিতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, কলেজগুলোর শূন্য আসনের তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেয়া হয়েছে। সেটি দেখে শিক্ষার্থীরা কলেজ পছন্দ করতে পারবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।