দেশব্যাপী ডাকা আধা বেলা হরতালের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) হরতাল পালন করবে রাবি প্রগতিশীল ছাত্রজোট। গতকাল শনিবার রাত ৯টার দিকে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। শাকিলা খাতুন বলেন, ‘রবিবার সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে হরতাল পালন করা হবে।
দুপুর ২টা পর্যন্ত কোন পরিবহন চলাচল করতে দেয়া হবে না। বাম জোটের ডাকা এ হরতালকে আমরা সমর্থন দিয়েছি। রাবি প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে এ হরতাল পালন করা হবে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা এখন (রাত সাড়ে নয়টা) আমাকে হরতালের লিফলেট দিল। তারা কাল হরতাল করবে বলে জানালো।’ রাবি পরিবহন চলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।’
প্রসঙ্গত, জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে রবিবার আধা বেলা (সকাল ছয়টা থেকে দুপুর দুইটা) পর্যন্ত দেশব্যাপি হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।