রাবিতে ৩৮ দিনের হল বন্ধের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা জুলাই ২০১৯ ০৫:০২ অপরাহ্ন
রাবিতে ৩৮ দিনের হল বন্ধের তালিকা প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী বছরের জন্য আবাসিক হলগুলো ৩৮ দিন এবং ৮৯ দিন ক্লাস ছুটির তালিকা প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। জুলাই মাসের প্রকাশিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে এ ছুটির তালিকা পাওয়া যায়। 

ক্যালেন্ডার সূত্রে জানা গেছে যায়, আগামী ৭ থেকে ২২ আগস্ট ঈদ-উল-আজহা এবং জাতীয় শহীদ দিবস, শীতকালীন ছুটি ৫ থেকে ৯ জানুয়ারী, শব-ই কদর ও ঈদ-উল-ফিতর ছুটি ২০ মে  থেকে ২ জুন, এবং ২১ থেকে ২৫ জুন গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে মোট ৩৮ দিন আবাসিক হলগুলো ছুটি থাকবে। এছড়া বিভিন্ন জাতীয়, ধর্মীয়, এবং ঋতুকালীন ছুটিতে মোট ৮৯ দিন ক্লাস বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এই ক্যালেন্ডারের আলোকেই হল প্রাধ্যাক্ষ পরিষদ আবাসিক হলগুলো বন্ধের জন্য সুপারিশ করেন। পরবর্তীতে এই সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটির দিন ঘোষণা করে। এই তালিকা অনুযায়ী সাধারণত আবাসিক হলগুলোর ছুটি পরিবর্তন হয় না। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব