প্রকাশ: ২৫ জুন ২০১৯, ২৩:১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানী ও মানসিকভাবে উত্যক্ত করার অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছে ইনস্টিটিউটের এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে এ লিখিত অভিযোগ দেন। তবে অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারী বলছেন, তিনি এধরনের অভিযোগের বিষয়ে কিছুই জানেন না। এদিকে, অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘একটি অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।’
এদিকে ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘আমি আমার বিভাগের শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানী ও মানসিকভাবে উত্ত্যক্তের শিকার হই। যার কারণে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি পড়াশোনা এবং অন্য কোনো কাজেই মনযোগ দিতে পারছি না। মেন্টাল ট্রমায় ভুগছি।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব