‘ভিসি স্যার শুধু মুখেই না, বুকেও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াতের এজেন্টরা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে মাস্টারপ্ল্যান করে যাচ্ছে। তাদের অবৈধ প্রস্তাব মেনে না নেওয়ায় তারা এখন ভিসি স্যারের পদের বৈধতা নিয়ে রিট করে তাঁকে সরিয়ে দিতে সক্রিয় হয়ে উঠেছে। ভিসি যদি অবৈধ হতেন তবে কীভাবে রাষ্ট্রপতি সমাবর্তনে আসেন? এই কুচক্রী মহলের উদ্দেশ্য কোনদিন সফল হবে না।’ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বুধবার সকাল দশটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা আরো বলেন, মুশতাক চক্র পাকিস্তানি প্রেতাত্মার সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এখানেও আমরা দেখেছি কারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায়, কারা সেই মুশতাকের অনুসারী। মাননীয় ভিসি মহোদয় যখন এক-এগারোর সময় গণতন্ত্র মুক্তির আন্দোলনে জেল খেটেছেন তখন যারা সেনা সমর্থিত সরকারকে সহায়তা করেছিল তারাই এখন ভিসি স্যারের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রে বিএনপি-জামায়াতকে ইন্ধন জোগাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যাঁকে এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই শামিল। যারা ষড়যন্ত্র করছেন তাদের মুখোশ অচিরেই উন্মোচিত হবে, তারা ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সহকারী প্রক্টর হুমায়ুন কবির, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিউল সরকার রুবেল প্রমুখ। এদিকে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু প্রজন্মলীগ। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক শামীম রেজার স ালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,ছাত্রী বিষয়ক সহ-সম্পাদক মোসা. ফারজানা আক্তার ববি, রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ-সম্পাদক মো. মানিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ, রাবি শাখার দপ্তর সম্পাদক মো. লিটন আলী, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদিকা সাফিয়াতুল কুবরা প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।