৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে আজ। বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্রে এ তথ্য জানা গেছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হলে দুপুরেই প্রকাশ করা হবে চূড়ান্ত ফল। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ৩৯তম বিশেষ বিসিএসের ফল চূড়ান্ত। এটি খুব শিগগির প্রকাশ করা হবে। সাধারণত বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগে বৈঠক করে পিএসসি। এর পরপরই ফল প্রকাশের বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিশেষ এই বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেয়া হবে। সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাড়ে চার হাজারের বেশি পদে নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পর গত ৭ মার্চ ভাইবা অনুষ্ঠিত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।