রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১২তম ‘বিশ্ব অটিজম সচেতনতা’ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদিকুল আরেফিন মাতিন বলেন, আজকের এই দিনটি বিশ্বব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে, অটিজমে আক্রান্তদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিলে তারা সমাজের জন্য ভাল কিছু করতে পারবে। তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিয়ে সমাজের মূল ধারায় ফিরে আনতে হবে।
সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের স ালনায় সহ-সভাপতি মনিরুজ্জামান সোহেল বলেন, প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ। তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিলে তারাও সমাজের জন্য ভাল কাজ করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক রুবেল হোসেনসহ শতাধিক শিক্ষার্থী। প্রসঙ্গত, জাতিসংঘের উদ্যোগে ২০০৭ সাল থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।