
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ১৯:২৭

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনেরর মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেলের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় এমন ঘোষণাকে উপেক্ষা করে বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ করছে। এমনকি হল ত্যাগ করবে না বলেও ঘোষণা দিয়েছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ভিসির ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদ এবং ওই উক্তি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

ইনিউজ ৭১/এম.আর