দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২৫ ০৭:১০ অপরাহ্ন
দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।  


জানা যায়, গত ২০ জানুয়ারি গভীর রাতে ড. ইউনূস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি জুরিখে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।  


ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলাকালীন আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ড. ইউনূস। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে বিভিন্ন বৈশ্বিক সংকট ও উন্নয়ন প্রসঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে।  


ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে দাভোসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উৎসাহ দেখা গেছে। তারা জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ড. ইউনূসের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  


চারদিনের এই সফরে ড. ইউনূস আন্তর্জাতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়ে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন।  


ড. ইউনূসের সফরসূচি অনুযায়ী, তিনি আগামী ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনা চলছে।  


বিশ্বব্যাপী উন্নয়ন এবং মানবতার জন্য কাজ করা এই নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সবসময়ই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশেষ সম্মান পেয়ে থাকেন।  


জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এই বৈঠক বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কার্যক্রমে একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।