আলিফ হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধীর বিক্ষোভ, ২৪ ঘণ্টার ভিতরে গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: বুধবার ২৭শে নভেম্বর ২০২৪ ০৪:৫৮ অপরাহ্ন
আলিফ হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধীর বিক্ষোভ, ২৪ ঘণ্টার ভিতরে গ্রেপ্তারের দাবি

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই দাবি জানান। 


হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইসকনকে (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’’ তার অভিযোগ, ইসকন সংগঠনটি স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছে। 


হাসনাত দাবি করেন, ‘‘বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, কিন্তু ধর্মের নামে উগ্রবাদী কার্যকলাপের কোনো স্থান এখানে হতে পারে না।’’ তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে এবং বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। 


বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ এবং কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ। তারা সবাই একযোগে ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।


সারজিস আলম বলেন, ‘‘এই চট্টগ্রামে ইসকনের কোনো স্থান হবে না। আমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং আরও একবার এমন কোনও সন্ত্রাসী সংগঠনের স্থান বাংলাদেশে হবে না।’’ 


এর আগে, চট্টগ্রাম নগরে আইনজীবী আলিফ হত্যার ভিডিও ফুটেজ দেখে পুলিশের বিশেষ দল ৬ জনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।


বিক্ষোভ সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশে কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম, বিশেষ করে ধর্মের নামে সন্ত্রাসী সংগঠন পরিচালনা করতে দেয়া হবে না এবং সকল ধর্মের মানুষের সমন্বয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা স্মরণ করিয়ে দেন।