বৃত্তির ফলাফলে ত্রুটি : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১লা মার্চ ২০২৩ ১০:৪৩ অপরাহ্ন
বৃত্তির ফলাফলে ত্রুটি : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল ত্রুটিতে দায়ী কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।


বুধবার (১ মার্চ) সচিব ফরিদ আহম্মদকে এই নির্দেশ দেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন জাকির হোসেন। এর চার ঘণ্টা পর ফল স্থগিত করা হয়। সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ সালের ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় অদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো।


স্থগিত হওয়া বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল বুধবার (১ মার্চ) রাতেই প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনসহ একাধিক কর্মকর্তা।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল স্লটে বসানোর কাজ শেষ হয়েছে। রাত ১২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ না করে সংশ্লিষ্টদের অধিদপ্তর থেকে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায় বলেন, আশা করছি রাত ১১টা-১২টার মধ্যে ফল প্রকাশ করতে পারব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।