পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে প্রথমবারের মতো পায়রা প্রিপারেটি প্রাথমিক স্কুলের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা এগারোটায় বন্দরের মাল্টিপারপাস ভবনের তিন তলায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ স্কুলের উদ্বোধন করেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল সোহায়েল আহম্মেদ। এসময় পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ৪০ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক নিয়ে এ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।
পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদ জানান, পর্যায়ক্রমে বন্দরে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় চালু করা হবে। এসব বিদ্যালয়ের জন্য যায়গা নির্ধারন করে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।