প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারীর শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২২শে সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৯ অপরাহ্ন
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারীর শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে (চঃ দাঃ) সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  উপ-পরিচালক (সাধারন প্রশাসন) স্বাক্ষরিত পত্রে এই বরখাস্তের বিষয়টি জানা গেছে।


গত মঙ্গলবার ভূরুঙ্গামারীতে এসএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচচ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান ও মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানসহ দুইজন সহকারি শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য থানায় নেয়া হয়। পরে কেন্দ্রসচিব লুৎফর রহমানসহ দুই সহকারী শিক্ষককে গ্রেফতার করা হলেও শিক্ষা অফিসারকে ছেড়ে দেয় হয়।  

 

এঘটনায় মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত পত্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা (শৃঙ্খলা ও আপিল) ২ ( খ) ও (অ) বিধি মতে উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা (চঃ দাঃ) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।