যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার গভনিং বডির সদস্যবৃন্দের পরিচিতি সভা, মৃত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণ সভা, শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ১৬ জুলাই সকালে মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বাহরুল উলুম কামিল মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল জলিলের রুহের মাকফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।