ইবিতে গুচ্ছ পদ্ধতিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৭ই অক্টোবর ২০২১ ০৭:৪৮ অপরাহ্ন
ইবিতে গুচ্ছ পদ্ধতিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।


রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'এ' ইউনিটের বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ভবন ও ইবি ল্যাব স্কুলে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১১৪টি কক্ষে মোট ৭ হাজার ৮৫ শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।


পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, এ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ আবদুস সামাদ, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ।


এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, "পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা দরকার আমরা তা করেছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া পরীক্ষা ভালো ভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।"