শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এক বছরের পরিবহন ও আবাসিক খরচ মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩৩ তম সভার সুপারিশ এবং সিন্ডিকেটের ৭১ তম বিশেষ সভায় সিদ্ধান্ত অনুযায়ী করোনাকালীন সময়ের জন্য প্রতি শিক্ষার্থীর এক শিক্ষাবর্ষে অথবা দুই সেমিস্টারের পরিবহন ফি এবং আবাসিক খরচ (সর্বোচ্চ এক বছরের জন্য) মওকুফ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। তিনি বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে পরিবহন ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া যারা ইতোমধ্যে পরিবহন ফি জমা দিয়েছে তাদের অর্থ পরবর্তীতে সমন্বয় করা হবে।
উল্লেখ্য, আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ করে। এতে পরিবহন খরচ, আবাসিক ছাত্রাবাসের খরচ অর্ন্তভুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ০১ সেপ্টেম্বর এসব খরচ বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।