প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১৪:৭
দেশের প্রত্যেক জেলায় একটি করে ইংরেজি মাধ্যমের সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে হবে পরীক্ষামূলক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানে বিনামূল্যে লেখাপড়া করবে শিক্ষার্থীরা।
দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৬ হাজারের কিছু বেশি। প্রায় দেড় কোটি শিক্ষার্থী বিনামূল্যে লেখাপড়া করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর সঙ্গে শিক্ষার্থীদের বড় একটি অংশ লেখাপড়া করছে ইংরেজি
মাধ্যমে। গড়ে দেড় থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন এসব বিদ্যালয়ে। সবকিছু বিবেচনা করে সরকারি ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।আজ একটি হোটেলে আয়োজিত সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে জানানো হয়, করোনার কারণে ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। রয়েছে পর্যাপ্ত বরাদ্দ।