প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ২১:১১
ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। বাংলাদেশ ভেজিটেবিল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠায়। রোববার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মঙ্গলবার আরেকটি বৈঠকের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।