নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে গোলাম মোস্তফা (৫৪) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত ৩ মার্চ সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই দণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মানপুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে সরকারি জমি থেকে ট্রাক্টরের সাহায্যে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে গোলাম মোস্তফা গ্রেফতার হন এবং তার বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোলাম মোস্তফাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও, তাকে অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর ফলে প্রশাসন কর্তৃক সরকারি খাস জমি থেকে অবৈধ বালু উত্তোলন রোধে একটি কঠোর বার্তা প্রদান করা হয়েছে।
এদিকে, উপজেলা প্রশাসন বলছে, সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার মতো কর্মকাণ্ড প্রতিরোধে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে। প্রশাসন জানায়, এই ধরনের অপরাধের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যাতে করে সরকারি সম্পত্তির ক্ষতি না হয় এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব না পড়ে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, "এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। সরকারি জমি থেকে অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর এবং তা বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমরা সকলকে সতর্ক থাকতে এবং পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত হতে আহ্বান জানাচ্ছি।"
এছাড়া, উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামীতে এমন অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।