আওয়ামী লীগের ভেতর গনতন্ত্র না থাকায় তারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে। তাদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তাই এই দলের নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া।
আজ দুপুরে জামালপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখাসহ ৪ দফা দাবিতে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি।
বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা করেন। তাই এই সরকারকে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা করার অনুরোধ করেন শাহাজাদা মিয়া।
এছাড়াও ৫ আগস্টের পর বিএনপিতে যোগদান করা নব্য বিএনপিদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আর ভারতের প্রভুত্ব এদেশের মানুষ মেনে নিবে না বলেও জানান তিনি।
জনসভায় জেলা বিএনপির সভাপতি ফরিতুল কবির তালুকদার শামীম, সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।