টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৭ অপরাহ্ন
টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ২ লাখ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারী আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সকলেই উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, যারা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। এই অভিযানটি পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে এবং এটি টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অনুষ্ঠিত হয়।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব সিপিসি-১ এর যৌথ অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড তা ধাওয়া করে। নাফ নদীর মোহনা থেকে বোটটিকে আটক করে তল্লাশী চালানো হয় এবং এক বস্তায় মোড়ানো ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আটককৃত পাচারকারীদের মধ্যে ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মোঃ সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫) রয়েছেন। তারা সকলেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃত ইয়াবা এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, মাদক পাচারের বিরুদ্ধে কোস্ট গার্ড এবং র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান চলমান থাকার ফলে মাদক চোরাচালানকারীরা প্রতিনিয়ত নতুন কৌশলে ধরা পড়ছে।


এদিকে, টেকনাফের সচেতন নাগরিক সমাজ কোস্ট গার্ডের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, কোস্ট গার্ডের অভিযানের ফলে মাদকদ্রব্য পাচার বন্ধ হওয়ার পাশাপাশি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হচ্ছে।


টেকনাফসহ উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তাদের এই উদ্যোগে মাদকদ্রব্যের চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে, যা সাধারণ জনগণের জন্য বড় উপকার বয়ে আনছে।