ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আতশবাজি ও পটকার কারণে শব্দদূষণ এবং ফানুস উড়ানোর ফলে বায়ুদূষণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। শব্দদূষণের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের ঝুঁকিও বেড়ে যায়। পাশাপাশি জীববৈচিত্র্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনের জন্য ১ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।
ইংরেজি নববর্ষ উপলক্ষে পরিবেশ মন্ত্রণালয় বিভিন্ন ক্লাব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পত্র পাঠিয়ে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। জনস্বার্থ রক্ষার জন্য ক্ষতিকর এই কর্মকাণ্ড বন্ধে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন বাস্তবায়ন করা হবে। পরিবেশ মন্ত্রণালয় জনগণকে সচেতন হতে এবং নববর্ষ উদযাপনে পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।