মৌলভীবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শুক্রবার ৩রা জানুয়ারী ২০২৫ ১০:৪১ অপরাহ্ন
মৌলভীবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহরের পৌর মুক্ত মঞ্চে এ সমাবেশ শুরু হয়। পরে বিশাল র‍্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি কুসুমবাগ এলাকায় এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়।  


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহাইমিনুর রহমান দিপু, মামুন পারভেজ, মারুফ আহমেদ, মাহবুব আল জামাল, মকবুল হোসেন রিপন, খন্দকার রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজীব প্রমুখ।  


এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা সোহাগ আহমদ, জসিম উদ্দিন, হাসান আব্দুল্লাহ, সেকিম আহমদ, হোসেন আহমদ, মুসলিমিন আহমেদ, মুরাদ ইসলাম, ইকবাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, মুতাক্কির আহমদ তপু, মেহেদী হাসান জাবের, রনি খান, আনিসুর রহমান বাকি, প্রচার সম্পাদক সাইদ আহমদ আদনান।  


অনুষ্ঠানে আরও অংশ নেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, মুদরত আহমেদ মোহন, যুগ্ম আহ্বায়ক জাফরান খান, মাকনুনুর রহমান, সৈয়দ তপু আলী, নেছার তালুকদার সামি, মোতাহের হোসেন তানিম, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাফাত আহমেদ, সদস্য সচিব সুজেদ আহমেদ, ইজাজ নিশার মুন, আব্দুর রহমান অনিক।  


এছাড়াও কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, যুগ্ম আহ্বায়ক তানজিল খান, মুবিন খান, জেলা ছাত্রদলের সদস্য সালমান আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, সদস্য সচিব রিমন আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান আহমেদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমেদ, জুড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহ্বায়ক রুহেল আহমেদ, শেখ ফরিদ, আশপিয়া, রাজনগর উপজেলা ছাত্রদলের মুহিবুল ইসলাম সাম্মু, রায়হান হাবিব, নূর আহমেদ সাইফ, শাহ মামুন প্রমুখ এ আয়োজনে অংশ নেন।  


ছাত্রদলের এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য ও শক্তি প্রদর্শিত হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।