বিপিএল টিকিট নিয়ে দর্শকদের ক্ষোভ, সমাধানে ৭ দিন সময় চাইলেন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন
বিপিএল টিকিট নিয়ে দর্শকদের ক্ষোভ, সমাধানে ৭ দিন সময় চাইলেন বিসিবি সভাপতি

বিপিএল শুরুর আগেই টিকিট সংকট নিয়ে ভোগান্তিতে পড়েছেন দর্শকরা। উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় উত্তেজিত ভক্তরা মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙার মতো ঘটনাও ঘটিয়েছে। দর্শকদের এই ক্ষোভ প্রশমনে ৭ দিনের সময় চেয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।  


সোমবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টিকিট সংকট সমাধানে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডের কাছে একটি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরের পাশে জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে।  


বিসিবি সূত্র জানায়, সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন বুথ সকাল ৮টা থেকে দর্শকদের জন্য খোলা থাকবে। তবে ব্যাংক বন্ধ থাকায় মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলো থেকে মঙ্গলবার টিকিট পাওয়া যাবে না।  


বিপিএলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।  


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে যানজট এড়াতে ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। উভয় ম্যাচের সময় দেড় ঘণ্টা এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।  


বিসিবি সভাপতি ফারুক আহমেদ টিকিট বিতরণ ব্যবস্থায় সৃষ্ট সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, ৭ দিনের মধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান নেওয়া হবে। এদিকে টিকিটের বাড়তি চাহিদা সামাল দিতে আরও বুথ স্থাপন এবং অনলাইন টিকিটিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ শুরু হয়েছে।  


উল্লেখ্য, বিপিএল সবসময়ই ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় একটি আসর। কিন্তু টিকিট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিসিবির দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। টিকিট সংকট মেটানোর পাশাপাশি দর্শকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এবার বিসিবির বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।