জোড়া খুনের মামলায় ২১ বছর সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন
জোড়া খুনের মামলায় ২১ বছর সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জোড়া খুনের মামলায় ২১ বছর সাজাপ্রাপ্ত এক আসামীকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গুইমারা এলাকায় অভিযান চালিয়ে মিরাজুল হক (৬৫) নামে ওই পলাতক আসামীকে আটক করা হয়।  


পুলিশ সূত্রে জানা গেছে, মিরাজুল হক ২০২৩ সালে মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় তার ছোট স্ত্রী এবং কন্যাকে নৃশংসভাবে হত্যা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। আদালতে মামলা চলার পর বিচারক তাকে দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন, পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে, বিচারকের আদেশের পর থেকেই তিনি ২০০৩ সাল থেকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপন করেছিলেন।  


মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান সফল হয়েছে। মিরাজুল হক খাগড়াছড়ি এলাকায় আত্মগোপন করে থাকার সময় তার নামের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। তাকে গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে আসার পর আদালতে হাজির করা হবে।  


পুলিশের এ সাফল্য নিয়ে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আশা করেছেন, এর মাধ্যমে এমন আরও পলাতক অপরাধীদের গ্রেপ্তার হতে পারে।