ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘোষণা দিয়েছেন আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যে ১ হাজার ‘গাওশালা; বা ‘গরু আশ্রম’ নির্মাণ করা হবে। এসব আশ্রমে জায়গা হবে ১ লাখ গরুর। বেওয়ারিশ গরুদের আশ্রয় দিতে রাজ্য সরকার ৪৫০ কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, প্রকল্পটি ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে। মধ্যপ্রদেশে প্রায় ৬ লাখ বেওয়ারিশ গরু রয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে সরকারি আশ্রমের অধীনে নিয়ে আসা হবে। ভুপেন্দ্র বলেন, বর্তমানে কোথাও সরকার পরিচালিত কোনো গরু আশ্রম নেই। এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আরও জানান, সরকারি অর্থায়নে নির্মিতব্য ১ হাজার আশ্রমের পাশাপাশি বর্তমানে ব্যক্তিগত উদ্যোগে ৬১৪টি আশ্রম চলছে। এগুলোর ধারণ ক্ষমতা বাড়িয়ে ৬০ হাজার করা হবে। এতে প্রথম কিস্তিতেই ১ লাখ ৬০ হাজার গরুর আশ্রয় হয়ে যাবে।
মূখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই কর্মকর্তা জানান, প্রতি গরুর জন্য খরচ তাদের খাবার বাবদ (দৈনিক) ২০ রুপি বরাদ্দ করতেও একটি প্রস্তাব পেশ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে গরু সংরক্ষণ নিয়ে বেশ হইচই হচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কৃষকরা জবাইয়ের জন্য গরু বিক্রি করতে না পারায় চাষের পর বেকার গরুকে বেওয়ারিশ হিসেবে ছেড়ে দিচ্ছেন। লালন পালনের বাড়তি খরচ বহন করার ক্ষমতা নেই অনেকের। এতে এসব গরু জনজীবনে অস্থিরতা নিয়ে এসেছে। বিশেষ করে ফসলের মাঠে বেওয়ারিশ গরুর হামলে পড়ার ঘটনা অতিমাত্রায় বেড়ে গেছে। খাবার না পেয়ে রাস্তাঘাটে মানুষের ওপর গরুর হামলার ঘটনাও আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন বিভিন্ন রাজ্যে সরকারি খরচে গরু আশ্রম নির্মাণ করা হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।