প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৯, ৪:৫২
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বরিশালের বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলে রব্বের দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বান্ধবীকে দেওয়া অর্ধকোটি টাকার (৫২ লাখ) ব্যাংক একাউন্টটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। দুদকের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলে রব্বের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি রেকর্ড সংগ্রহের পর্যায়ে আছে। বিভিন্ন জায়গায় সার্চিং চলছে। তাকে আবারও দুদক কার্যালয়ে তলব করা হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব