সান্তাহার রেল ষ্টেশন এলাকায় অবাধে চলছে দেহব্যবসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২০শে আগস্ট ২০১৯ ০৩:৪০ অপরাহ্ন
সান্তাহার রেল ষ্টেশন এলাকায় অবাধে চলছে দেহব্যবসা

বগুড়ার সান্তাহারে আবাসিক হোটেলগুলোতে রোমরমাভাবে দেহব্যাবসা চলছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন জেনেও না জানার  ভুমিকা করছে। যুব সমাজ ও কলেজ পড়–য়া সন্তানদের নিয়ে চিন্তত হয়ে পরেছে এলাকার অভিবাভক মহল। অভিযোগে জানাযায় শহরের জনগুত্বপূর্ন ষ্টেশন টিকিট কাউন্টারের পশ্চিম পার্শ্বে প্রায় ১০টিরমত আবাসিক হোটেলে দিনরাত চলছে দেহব্যাবসা। কতিপয় ব্যক্তির নেতৃত্বে হোটেল পরিচ্ছন্ন কর্মীর নাম করে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের নারীদের হোটেলে রেখে দীর্ঘদিন ধরে এই অসামাজিক কার্য়কলাপ চললেও স্থানীয় প্রশাসন রহস্যজনক কারনে নিরব ভুমিবকা পালন করছে।

এছাড়াও প্রেমিক প্রেমিকাকে হোটেলে কথা বলার জন্য আশ্রয় দিয়ে স্থানীয় পুলিশকে খবর দিয়ে হোটেল কর্মচারী ও পুলিশ গ্রেফতারের ভয়দেখিয়ে হাজার হাজার টাকার আটক ব্যানিজ্যসহ ষ্টেশন ও রাস্তা থেকে ভালো নারীর লোভ দেখিয়ে সহজ সরল লোকজনকে হোটেলে তুলে ওই সব অসামাজিক কাজ করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ফলে যুব সমাজ ও কলেজ পড়–য়া সন্তানদের নিয়ে চিন্তত হয়ে পরেছে এলাকার সচেতন অভিবাভক মহল। এবিষয়ে এলাকার সচেতন মহল তদন্ত পূর্বক এই সব অসামাজিক কাজ বন্ধ করতে এলাকাবাসী স্থানীয় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষযটি জনানোর পর তৎকারীন নির্বাহী অফিসার তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে হোটেল মালিক ও ম্যানেজারদের মৌখিক সতরক্য করে ওইসব অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে বলেন। এর পরও এই অসামাজিক কর্মকান্ড বন্ধ না হওয়ায় এলাকার সচেতন মহলে প্রশাসনের ভুমিকা নিয়ে নানা প্রতিক্রিয়ার সুষ্টি হয়েছে। এবিষয়ে এলাকাবাসি বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেন।

ইনিউজ ৭১/এম.আর