কুমিল্লার দেবীদ্বার উপজেলায় সাংবাদিক বাশারকে তার দীর্ঘ পেশাগত সেবা এবং জাতির উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য 'যুগরত্ন' সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্তৃক ৮ম শোভাযাত্রা, কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও মিলনমেলায় দেশের সেরা ১১ জন সাংবাদিকের মধ্যে বাশারকে এই সম্মাননা প্রদান করা হয়।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বাশারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন 'আমাদের দেবীদ্বার' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি এনামুল হক, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার মাসুদ রানা, দৈনিক বাংলার আলোড়নের দেবীদ্বার প্রতিনিধি এমএ হালিম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, মাইটিভির দেবীদ্বার প্রতিনিধি সোহাগ রানা, এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি মো. নেছার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদুল ইসলাম, দৈনিক জবাবদিহির দেবীদ্বার প্রতিনিধি রুহুল আমিন হাজারী, বাংলার আলোড়নের প্রতিনিধি আব্দুল আলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, "৪০ বছর ধরে দেবীদ্বারের সাংবাদিকতা গড়ে তোলার ক্ষেত্রে বাশারের অবদান অনস্বীকার্য। তিনি শুধু একজন প্রবীণ সাংবাদিক নয়, একাধারে একজন গাইড, যারা দেবীদ্বারের সাংবাদিকদের জন্য পথপ্রদর্শক। তার হাত ধরেই আজকের দেবীদ্বারে অসংখ্য সাংবাদিক তৈরি হয়েছে, যারা এখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।"
এ সময় বাশার তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধের উপর গুরুত্ব আরোপ করেন। ১৯৭৬ সালে সাংবাদিকতা শুরু করা বাশার আজও একই উদ্যমে কাজ করে যাচ্ছেন। ২০২৪ সালেও তার সাংবাদিকতার প্রতি নিষ্ঠা এবং গণমাধ্যমের প্রতি তার অবদান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।