কোটা সংস্কাররের শহিদদের জন্য তিন শুক্রবার মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১২ই নভেম্বর ২০২৪ ১২:১০ অপরাহ্ন
কোটা সংস্কাররের শহিদদের জন্য তিন শুক্রবার মসজিদে দোয়া

কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতন আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে আগামী তিন শুক্রবার জুমার নামাজে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সোমবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫, ২২ এবং ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। এই দোয়ায় আন্দোলনে নিহত শহিদদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে। 


এটি উল্লেখযোগ্য যে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে দেশজুড়ে কোটা সংস্কার এবং সরকার পতন আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু প্রাণহানি ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ৮৭০ জনের নাম আন্দোলনের শহিদ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে, আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠনটির স্বাস্থ্যবিষয়ক উপকমিটি জানিয়েছে, সারাদেশে মোট ১,৫৮১ জনের মৃত্যুর তথ্য তাদের কাছে প্রাপ্ত হয়েছে।


এই দোয়া ও মোনাজাতের মাধ্যমে আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহতদের সুস্থতা কামনা করা হবে, এমনটাই আশা ব্যক্ত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।