কিশোরগঞ্জের নিকলীতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা নিয়ে এজেন্ট পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজারের ভিআইপি রোডের এজেন্ট ব্যাংকিয়ের শাখাটি চলতি মাসের প্রথম সপ্তাহে হঠাৎ বন্ধ করে দিয়ে এজেন্ট আবুল কালাম লাপাত্তা হয়েছেন। এতে মাথায় হাত পড়েছে আমানতকারীদের।
অভিযুক্ত আবুল কালাম দামপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যাংক থেকে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে দামপাড়া বাজারের ঝিনুক এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠান খুলে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের শাখা চালু করেন আবুল কালাম। নিয়োগ দেন শাখা ব্যবস্থাপকসহ কর্মচারীও। গ্রাহকদের লাখ টাকায় মাসে হাজার টাকা সুদ দেওয়ার প্রলোভন দেখান তিনি।
এলাকার প্রবাসী পরিবারের লোকজনদের টার্গেট করতেন আবুল কালাম। অনেকদিন ধরে প্রতিমাসে নির্ধারিত টাকা পরিশোধও করে আসছিলেন তিনি। জমা টাকার কোনো রসিদ না দিয়ে লাভের অংশ পরিশোধ করে আসছিলেন আবুল কালাম।
উপজেলার দামপাড়া ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের আছির উদ্দিন আমানত হিসেবে রেখেছিলেন ১০ লাখ টাকা। এছাড়া মন্টু রায় ১০ লাখ ৫০ হাজার, রাধানাথ মল্লিক ছয় লাখ, যমুনা খাতুন চার লাখ ও সিদ্দিক হোসেন দুই লাখ ৮০ হাজার টাকা জমা রেখেছিলেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।