লালপুরে গৃহবধূ শরীরে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে ডিসেম্বর ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন
লালপুরে গৃহবধূ শরীরে এসিড নিক্ষেপ

নাটোরের লালপুরে রিমা খাতুন নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থাকা রিমার খাতুনের চার বছর বয়সী ভাতিজি মাইমুনার শরীরের কিছু অংশ ঝলসে যায়। আহত দু'জনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জিয়ার (২৫) সাথে দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টু আলীর মেয়ে রিমা খাতুনের (২২) বিয়ে হয়। পরে মাদক মামলায় স্বামীর জেল হলে গত ৪ মাস আগে জিয়াকে তালাক দেয় রিমা। বেশ কয়েকদিন আগে জামিনে বের হয়ে আজ কথা বলতে এসে রিমাকে এসিড নিক্ষেপ করে জিয়া।


এতে রিমার পাশে দাঁড়িয়ে থাকা তার চাচাতো ভাইয়ের চার বছরের শিশু কন্যা মাইমুনার শরীরের কিছু অংশও এসিডে ঝলসে যায়। তাদের চিৎকারে অন্যরা এগিয়ে আসলে পালিয়ে যায় জিয়া। পরে আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


লালপুর থানার (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’