প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১:৪৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন বিক্রির সময় শামসুল হক (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলেই তাকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
শামসুল হক উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হায়াত আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত বলে জানাগেছে।
পুলিশ জানায়, স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে মাদক বিক্রির বিষয়টি জানায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামসুল হককে ৫৪ পুড়িয়া (২ দশমিক ৭গ্রাম) হেরোইনসহ আটক করে থানায় নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শামসুল হকের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করা হয়েছে। তাকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।