দাদা ও কিশোরী নাতিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা! আটক-১

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বুধবার ২৬শে এপ্রিল ২০২৩ ০৬:১৯ অপরাহ্ন
দাদা ও কিশোরী নাতিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা! আটক-১

মাদারীপুরের ডাসারে সম্পর্কে চাচাতো দাদা কতৃক কিশোরী নাতিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই কিশোরীর পিতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিক্তিতে পুলিশ রাতে একজনকে আটক করেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের লালু চৌকিদারের বখাটে ছেলে কালাম চৌকিদার(৪৩) সম্পর্কে ওই কিশোরীর চাচাতো দাদা হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় নাতির সাথে মাঝে মধ্যে দুষ্টুমি মুলক কথাবার্তা বলতো। এক পর্যায় ওই কিশোরী নাতিকে ইপিিটজিং ও উত্ত্যক্ত শুরু করেন। পারিবারিক অসচ্ছলতার কারনে কিশোরী ঢাকা গিয়ে একটি গার্রমেন্সে চাকুরি করতে যান,সে খানে গিয়েও উত্ত্যক্ত করেন বখাটে কারাম চৌকিদার। কিশোরী তার গার্রমেন্স মালিককে জানালে, ওই বখাটে কালামকে ধরে,একটি স্টাম্পের লিখিত রেখে সামাজিক ভাবে বিচার করেন এবং পরবর্তিতে এ ঘটনার পুর্নাবিত্তি হলে কিশোরী আইনের আশ্রয় নিবেন বলে একটি মুচলেখা উভয় পক্ষ স্বাক্ষর করেন।


বখাটে কালাম প্রতিশোধ নেয়ার জন্য কিশোরীর ছবি এডিট করে,টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজ নামে ফেইসবুক আইডিতে পোষ্ট করে ভাইরাল করে মানহানি করেন বলে জানান ভুক্তভোগীর পরিবার। 


ইদের ছুটিতে কিশোরী বাড়িতে আসলে ওই বখাটে কালামও বাড়িতে আসেন এবং উত্ত্যক্ত সহ বিভিন্ন হুমকি প্রদান করেন। পরে কিশোরী তার পরিবারের লোকজন জানালে,তার পিতা প্রতিবাদ করেন। প্রতিবাদের জের ধরে বখাটে কালাম চৌকিদার ভাড়া করে লোকজন নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে বাড়ির পাশে ফাকা জায়গায় কিশোরীর পিতার গতিরোধ করে হামলা চালায়। এ সময় আত্মচিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে কালকিনি সরকারি হাসপাতালে ভর্তি করেন। 


রাতে ওই কিশোরী ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং পুলিশ অভিযোগের ভিক্তিতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে বখাটে কালাম চৌকিদারকে আটক করেন।


ভুক্তভোগী কিশোরী বলেন, আমার জীবনটাকে ওশেষ করে দিয়েছে। সম্পর্কে আমার চাচাতো দাদা হয়। আমার চেয়ে বেশি ওর মেয়ের বয়স। ঢাকা গিয়েও শান্তি পাইনি,সে খানেও গিয়ে আমাকে উত্ত্যক্ত করতো। আমার ছবি সংগ্রহ করে ওর ছবির সাথে এডিট করে টিকটক বানিয়ে ফেইসবুকে দিয়েছে। প্রতিবাদ করায় আমার বাবাকে মেরেছে। আমি ওর বিচার চাই।


ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, কিশোরী রাতে থানায় অভিযোগ দিয়েছে,আর অভিযোগের ভিক্তিতে একজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।