টাঙ্গাইলে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মির্জা শহিদুজ্জামান দুলাল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
প্রকাশিত: সোমবার ২৩শে জানুয়ারী ২০২৩ ০৫:২৩ অপরাহ্ন
টাঙ্গাইলে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

২০১৩ সালের মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম ঝড়ু (৬৫) কে ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব।


গ্রেপ্তারকৃত পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ জহিরুল ইসলাম ঝড়ু (৬৫) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মীর কুটিয়া  গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে। 


উল্লেখ্য যে, ২০১৩ সালের একটি হত্যা মামলায়  মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে উপরোক্ত আসামীকে ১নং আসামী করে মোট ০৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালত, টাঙ্গাইল বিচার শেষে গত ২৩/০২/২০২০ খ্রিঃ তারিখ উক্ত আসামীকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। উক্ত মামলার বিচার চলাকালীন সময় থেকে উক্ত আসামী পলাতক ছিল। 


র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ২০১৩ সালের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ জহিরুল ইসলাম ঝড়ু (৬৫)কে ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া এলাকা হতে ২৩ জানুয়ারী আনুমানিক রাত ৩টার দিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।


উক্ত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে ।