প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ২৩:৬
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় পাওনা টাকা আদায় করতে গিয়ে মো. মানিক মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহতের খবর পাওয়া গেছে।
(১৭ জানুয়ারি)সোমবার সন্ধ্যার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিলের পার এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার খালাতো ভাইয়ের নিকট পাওনা টাকা আদায় করতে গেলে দুজনের মধ্যে হাতাহাতি হলে মানিক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনে। নিহত ব্যবসায়ী সরাইল উপজেলার কালিকচ্ছ ধরন্তী গ্রামের বিলের পার মৃত এলেম মিয়ার ছেলে।
খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে মানিক মিয়াকে হত্যার অভিযোগ এনেছে তার পরিবার। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।