ভূরুঙ্গামারীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ ০৫:০৮ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম আলমগীর হোসেন। রোববার দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের কবির হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন একজন মাদক কারবারি। তার নিকট থেকে প্রায় ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সোমবার তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে। 


ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন হেরোইন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।