রাজবাড়ী পাংশায় ভেজাল গুড় তৈরি করায় একটি কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ অক্টোবর) বিকালে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শেখ আলমাছ এন্টার প্রাইজ নামে এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এসময় ভেজাল গুড় তৈরির দায়ে ওই কারখানাকে সিলগালা করে হয়। সেই সাথে কারখানা মালিক বাহাদুরপুর ইউনিয়নের মৃত আছর উদ্দিনের ছেলে শেখ আলমাছ (৫১) কে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়।
পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন, ভেজাল গুড় তৈরির দায়ে শেখ আলমাছ এন্টার প্রাইজ নামে নামের গুড়ের কারখানাটি দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এমন খবর পেয়ে গুড়ের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে ২০০টি টিনের কৌটা বোঝাই নিষিদ্ধ কেমিক্যাল, ১০০ মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল গুড় ও কেমিক্যাল পুকুরে ফেলে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।