প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ২৩:৪৮
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গোপনে বাল্যবিবাহ সম্পূর্ণ করার অপরাধে বর নাহিদকে ১ (এক) বছরের কারাদণ্ড ও মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে কনের অভিভাবক হিসেবে মা নাজনীন নাহারকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম এ কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, (বর) পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার মুন্সিপাড়া (হাকিমপুর) গ্রামের আব্দুস ছবুর এর ছেলে নাহিদ হাসান (২২) এবং উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন এর হরেকৃষ্টপুর গ্রামের রশিদুল ইসলাম এর স্ত্রী (কনের মা) নাজনীন নাহার (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে গোপনে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন এর হরেকৃষ্টপুর গ্রামে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের কাজ সম্পূর্ণ করা হলেও আজ নতুন পুত্র বধুকে নিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর-কনে পক্ষের অনেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ( কনের বাড়িতে) বর নাহিদকে এক বছর ও অভিভাবক হিসেবে কনের মা নাজনীন নাহারকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, নাহিদের সঙ্গে মেয়েটির বিয়ের কার্যক্রম গত ৫ অক্টোবর সম্পূর্ণ করা হয়। আজ বরপক্ষ নতুন পুত্রবধূকে নিয়ে যাওয়ার জন্য কনের বাড়িতে উপস্থিত হয় এবং আনুষ্ঠানিকতা চলছে। জন্মসনদ মতে কনের বয়স ১৫ বছর ও বরের বয়স ২২ বছর। এমব সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিয়ের অপরাধে বর নাহিদকে এক বছর কারাদণ্ড ও মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে কনের অভিভাবক হিসেবে মা নাজনীন নাহারকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ইউএনও আরও জানান, বাল্যবিয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। আর এজন্য সাধারণ মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
স্থানীয়রা বলেন এই বাল্যবিবাহ দেওয়ার অপরাধে জামাই শাশুড়ীর সাজা হওয়ায় অন্য অভিভাবকেরা সচেতন হবেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আগামীকাল সোমবার সকালে দিনাজপুর কারাগারে পাঠানো হবে।