রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম গাঁজা সহ বিভিন্ন মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, দৌলতদিয়া পূর্বপাড়া (পতিতালয়ের ভিতর) হাসনা বেগম এর বাড়ী থেকে মাদক কারবারী সোহরাব মন্ডল পাড়া এলাকার সাইদুল এর স্ত্রী রাহেলা বেগম(৪০) কে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়াও সাজাপ্রাপ্ত আসামী নুর হোসেন এর ছেলে আলামিন, পয়োরানাভুক্ত আসামী দৌলতদিয়া পতিতাপল্লী এলাকার কাঞ্চন এর মেয়ে সালমা আক্তার, আদর্শগ্রাম এলাকার মৃত নবুর ছেলে ইয়াছিন, মজিবর এর ছেলে ইউনুচ, রেজাউল এর ছেলে বিশু,
মজিদ এর ছেলে গিয়াসউদ্দিন কে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৭ আসামীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।