প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ২৩:৪১
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়া (যৌনপল্লি) থেকে ইয়াবাবড়ি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আজ শনিবার সকালে পুলিশ মাদক মামলা দিয়ে রাজবাড়ীর ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার আবুল বেপারীর ছেলে আলমগীর বেপারী ওরফে ডুবরী আলমগীল (৪১) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া কিয়ামুদ্দিন মোল্লা পাড়ার আজাহার মন্ডলের ছেলে আমিন মন্ডল (২৫)। এরমধ্যে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির পান্নু মোল্লার গলির ভিতর থেকে ৫৮পিস ইয়াবাবড়ি সহ আলমগীর বেপারীকে গ্রেপ্তার করে। একই দিন রাত পৌনে ১২টার দিকে যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকার বাঁশের সাকোর উপর থেকে ৩০পিস ইয়াবাবড়ি সহ আমিন মন্ডলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শনিবার সকালে তাদের বিরুদ্ধে থানায় পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠায়। সেখান থেকে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।