প্রকাশ: ১ জুলাই ২০২২, ২৩:৩২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে ১০ গ্ৰাম হেরোইন সহ ১ মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক মাদক কারবারি হলো, উপজেলার উত্তর দৌলতদিয়া (পোড়াভিটা) এলাকার মৃত মোতালেব শেখ এর ছেলে মোঃ জাহিদ শেখ(৩৩)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এ এস আই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় র্ফোস সহ শুক্রবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সাকিনস্থ দেলোয়ারের দোকানের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ১০ গ্রাম হেরোইন এর আনুমানিক মূল্য ১ লক্ষ্য টাকা।
উক্ত গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।